📰 বেনাপোল কাস্টমস হাউস রাজস্ব কর্মকর্তা দূদকের হাতে গ্রেফতার
যশোরের বেনাপোল কাস্টমস হাউসে দায়িত্বে থাকা এক রাজস্ব কর্মকর্তাকে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দূদক) হাতে-নাতে আটক করেছে।
দূদক সূত্রে জানা যায়, ওই কর্মকর্তা শুল্কায়ন প্রক্রিয়ায় সুবিধা দেওয়ার নামে সেবা প্রার্থীর কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দূদক টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ঘুষের টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ