জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ

নতুন দৈনিক বাংলা খবর  রাত ৩.০০ ঘটিকা

জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ


মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ। যারা সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে, তারা জনগণের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।

👉 এই বক্তব্যটি মূলত জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।


বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগনের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি।

পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


নাহিদ বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক ঘটনা। এছাড়া, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

এ সময় ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, গণভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য নুরের ওপর এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, যেটা উদ্বেগের। সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা।


উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল।


CzoprJxs_Rr9JusCYFnKdl15Ymd4kJyWChkVwaXxkBDq95ICrFFmej3W7HMs-9ST0nuaQ6OkJGbbQ0lUi5ZRDYr

এর আগে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে এ দলে ছিলেন সারজিস আলম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ