বেনাপোল স্থলবন্দরে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং কাজের উদ্বোধন

 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অগ্নি-নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং কার্যক্রম বন্দরের নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা 

উপ-পরিচালক (ট্রাফিক) জনাব মামুন কবির তরফদার, সহকারী পরিচালকবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিস বেনাপোলের কর্মকর্তাবৃন্দ এবং বন্দর ফায়ার শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বেনাপোল স্থলবন্দর প্রাঙ্গণে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং কাজের উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের মাননীয় পরিচালক (ট্রাফিক) জনাব মোঃ শামীম হোসেন রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ট্রাফিক) জনাব মামুন কবির তরফদার, সহকারী পরিচালকবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিস বেনাপোলের কর্মকর্তাবৃন্দ এবং বন্দর ফায়ার শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ট্রাফিক) জনাব মামুন কবির তরফদার। এছাড়া সহকারী পরিচালকবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিস বেনাপোল এবং বন্দর ফায়ার শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং কার্যক্রম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় বন্দর আরও সুরক্ষিত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ