যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ এ কে এম রবিউল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে নাভারন বাজারের ফলপট্টি, কাঁচা বাজার, মাংস পট্টি ও মুদি দোকানসহ সমস্ত ব্যবসায়ীদের খোজ খবর নেন এবং কোন প্রকার চাঁদাবাজি হচ্ছে কিনা ব্যাবসায়ীদের জিজ্ঞাসা করেন এবং কাউকে চাঁদা দিবেন না, চাঁদা নিতে আসলে পুলিশকে জানাতে বলেন। চাঁদাবাজদেরকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। চাঁদাবাজ সে যেই হোক তাকে ছাড় দিবেন না বলে ব্যবসায়ীদের আসস্ত করেছেন।
https://www.facebook.com/remujessore/videos/1149399187003638/?mibextid=rS40aB7S9Ucbxw6v

0 মন্তব্যসমূহ