মাঝরাতে সুখবর দিলেন মিথিলা
স্ট্যাটাসে মিথিলা লেখেন—
অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।
অভিনেত্রী আরও লেখেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা—যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা। এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি।
আরও পড়ুন
হঠাৎ মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সৃজিতের
আইরা বাবার ভালোবাসা মিস করেনি, আমরা যৌথভাবেই দেখছি : মিথিলা
অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করছেন মিথিলা। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয়— ডক্টর. রাফিয়াত রশিদ মিথিলা।
0 মন্তব্যসমূহ